খালেদের জয়ের আনন্দ মিশে গেল মা হারানোর বেদনায়

খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ পারফর্মেন্স করেছেন চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদ। তার দলও জয় পেয়েছে। জয়ের আনন্দ নিয়ে হোটেলে ফেরার পর জানতে পারেন তার মা আর পৃথিবীতে নেই। খালেদের দল চিটাগং কিংস খালেদের মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে। কিংস জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মারা গেছেন তার মা। খালেদের মা মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার ভাই জায়েদ আহমেদ

বৃহস্পতিবার খুলনার বিপক্ষে বল হাতে ২ উইকেট নিয়েছেন খালেদ। ৪ ওভারে ২৬ রান খরচায় ২টি উইকেট নেন এই পেসার। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে খুলনা টাইগার্সেকে ৪৫ রানে হারায় চিটাগং কিংস, যা তাদের টানা চতুর্থ জয়। দলের দুর্বার পথচলায় খালেদও আছেন বেশ ছন্দে, ৫ ম্যাচে তার শিকার ৮ উইকেট।

খালেদের মা’র মৃত্যুর খবরটি জানিয়ে তার ভাই জায়েদ ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের মধ্যে স্থান দিন। আমাদের এবং তাকে ক্ষমা করুন।’

খালেদ আহমেদের বাড়ি সিলেটে। তিন দিন আগেও বিপিএলের জন্য সেখানেই ছিলেন তিনি। তবে চট্টগ্রামে পৌঁছে প্রথম ম্যাচের পরই শুনলেন দুঃসংবাদটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *