চলতি মাসে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। এ বছর চাকরিজীবীদের জন্য বাকি রয়েছে দুটি সাধারণ ছুটি। তার মধ্যে একটি সাধারণ ছুটির সঙ্গে পাচ্ছেন আরও দু’দিন।
বড়দিনের ছুটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর), এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হয়ে সরকারি কর্মজীবীরা উপভোগ করতে পারবেন টানা তিন দিনের ছুটি।
এর আগে ডিসেম্বরের ১৬ তারিখ (মঙ্গলবার) বিজয় দিবস ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।
চলতি বছর শেষের পথে, ইতিমধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গত ৬ অক্টোবর বিকালে এ অনুমোদন দেওয়া হয়।
আগামী বছরের সরকারি ছুটির তালিকায় মোট ছুটি ২৮ দিন থাকলেও এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।