
রাজধানীর মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু রায়হান ইভান (২২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। ভু্ক্তভোগী শিক্ষার্থী শান্তিনগরে বাংলাদেশ ইনস্টিটিউট সায়েন্স অফ টেকনোলজির (বিআইএসটি) কম্পিউটার সাইন্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মালিবাগ ও শান্তিনগর মোড়ের মাঝামাঝি এলাকায় একটি গলিতে এ ঘটনা ঘটে।
আহতের বন্ধু নাহিদুর রহমান জিসান জানান, ইভান মালিবাগ মোড় এলাকায় একটি বিকাশের দোকান থেকে ফরম ফিলাপ করার জন্য ৪৫ হাজার টাকা উত্তোলন করে। সেখান থেকে কলেজে যাওয়ার সময় ৪ থেকে ৫ জন ছিনতাইকারী তার পিছু নেয়। পরে তার রাস্তা গতিরোধ করে বুকে, পেটে ও হাতে ছুরিকাঘাতে আহত করে তার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
তিনি জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে বিকেলে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তার বাবার নাম মো. ইয়াসিন আলী। বর্তমানে কলাবাগান এলাকায় কয়েক বন্ধু মিলে ভাড়া বাসায় থাকে।