কাল থেকে সারাদেশে কম দামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি শুরু

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার থেকে সারাদেশে কম দামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি শুরু হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, বাজারের স্থিতিশীলতাটা যেহেতু এখনও আসেনি, আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যতটুকু পারি সরবরাহ করি।
তিনি আরও বলেন, এর মাধ্যমে বাজারে যে একটি কৃত্রিম উচ্চমূল্য রাখা হয়, আর এর চেয়েও যে কমদামে পণ্য দেওয়া সম্ভব সেটা আমরা প্রমাণ করতে চাই।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ঢাকার ২৫টি পয়েন্টসহ দেশের বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালু রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *