রোহিঙ্গাদের সহযোগিতা-গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের

প্রতিবছর রমজানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কোনো না কোনো মুসলিম দেশে সফর করেন। তারই অংশ হিসেবে মুসলিমদের প্রতি সংহতি জানাতে এবছর তিনি মিয়ানমার থেকে নিপীড়িত এবং বাস্তুচ্যুত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী এবং একই সাথে তাদের পাশে দাঁড়ানো স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর প্রতি সংহতি প্রকাশে বাংলাদেশে এসেছেন।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য তফবিল সংগ্রহে জাতিসংঘ ২০১৮ সালে যৌথ সাড়াদান কর্মসূচি (জয়েন্ট রেসপন্স প্ল্যান) ঘোষণা করেছিল। শুরুর বছর রোহিঙ্গাদের চাহিদার তুলনায় বিশ্বসম্প্রদায়ের কাছ থেকে ৮০ শতাংশ তফবিল সংগ্রহ সম্ভব হয়েছিলো। কিন্তু এরপর প্রতি বছর অনুদান কমতে কমতে গত বছর তা চাহিদা অনুযায়ী ৫০ শতাংশেরও নিচে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অনেক দেশ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সহয়তা দিতে বা কেউ কেউ নিজে থেকে তাদের বৈশ্বিক অনুদানের পরিমাণ কমিয়েছে। তাই সংকটে পড়েছে রোহিঙ্গা তফবিলও।

মানবিক সমর্থন বাড়াতে জাতিসংঘ মহাসচিব উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাদের সাথে ইফতার করেছেন, সহযোগিতা আদায়ের আশ্বাস দিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এর পাশাপাশি জাতিসংঘ মহাসচিব বেশ কয়েকটি বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পটপরিবর্তন এবং গণতন্ত্র বাস্তবায়নে আগামী নির্বাচনকে সামনে রেখে অর্ন্তবর্তী সংকারের সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করেছেন এবং এর প্রতিটি বিষয়ে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *