বাংলাদেশিদের ২৪ ঘণ্টার মধ্যে ফি ছাড়াই ভিসা দেবে পাকিস্তান

বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পাকিস্তান হাইকমিশনার বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে আমি খুশি।’ এ সময় তিনি সম্পর্ক আরো দৃঢ় হোক সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে।’ যেসব পণ্যের চাহিদা আছে সেসব যাচাই করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি।

রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি পাকিস্তান সরকারকে এ বিষয়টি অবহিত করবেন।

আলোচনা শেষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দেন। এ সময় ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী, সহসভাপতি মামুন উর রশীদ মামুন, জামায়াতে ইসলামী জেলা আমিন গোলাম রব্বানী, মহানগর আমির এ টি এম আজম খানসহ সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *