১৭ মাস পর প্রত্যাশিতভাবে ব্রাজিল দলে ফিরেছেন নেইমার

রাজিলিয়ান মহাতারকা নেইমারকে নিয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দল সাজিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।
বৃহস্পতিবার (৬ মার্চ) আসন্ন কলম্বিয়া ও আর্জেন্টিনার ম্যাচ দুটির জন্য ২৩ জনের দল দিয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। এতে প্রায় ১৭ মাস পর প্রত্যাশিতভাবে ব্রাজিল দলে ফিরেছেন নেইমার।

এর আগে, ২০২৩ সালের অক্টোবরে অর্থাৎ প্রায় ১৭ মাস দেশের হয়ে তিনি সবশেষ খেলেছিলেন নেইমার, উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি।

এতে ২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেও চোটের কারণে দেড় বছরে কেবল সাতটি ম্যাচ খেলতে পারেন তিনি। তবে, গত জানুয়ারির দলবদলে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে পুরোনো ছন্দে ফেরার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন ৩৩ বছর বয়সী তারকা। নতুন যাত্রায় সান্তোসের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন নেইমার।

এর মধ্যে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার ইচ্ছা কথা জানিয়েছেন ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা ও তিনটি বিশ্বকাপে খেলা নেইমার। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে হবে আসরটি।

যদিও ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য ব্রাজিলের এখন পর্যন্ত পারফরম্যান্স মোটেও সুখকর নয়। ১২ রাউন্ড শেষে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল, শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে।

এবার বাংলাদেশ সময় আগামী ২১ মার্চ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর তারা খেলবে আর্জেন্টিনার মাঠে। ১০ দলের তালিকার শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে টিকেট পাবে।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন

ডিফেন্ডার: দানিলো, গিয়ের্মে আরানা, ওয়েজলি, ভান্দেরসন, গাব্রিয়েল মাগালিয়াইস, মার্কিনিয়োস, লিও ওরচিজ, মুরিলো
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, জেহসন, মাথেউস কুনইয়া, নেইমার, জোয়েলিন্তন

ফরোয়ার্ড: এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিয়ো, ভিনিসিউস জুনিয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *