আন্দোলনে নামছে ৬৪ জেলার শিক্ষকরা, দাবি না মানলে হুশিয়ারি!

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে রাজধানী ঢাকায় বড় ধরনের গণসমাবেশের ঘোষণা এসেছে। আগামী ১৩ আগস্ট, বুধবার ঢাকায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে দেশের ৬৪ জেলার শিক্ষকরা অংশগ্রহণ করবেন। সমাবেশ সফল করতে চলছে জোর প্রস্তুতি। জাতীয়করণ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না এলে শিক্ষকরা এবার কঠোর কর্মসূচির দিকে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ জানায়, দেশের প্রতিটি জেলা থেকেই অন্তত একটি করে বাসে শিক্ষক প্রতিনিধিরা ঢাকায় আসবেন। কোনো কোনো উপজেলায় ৮ থেকে ১০টি বাসেরও প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষক নেতাদের দাবি—এবারের আন্দোলন হবে বিগত সব কর্মসূচির চেয়ে বড়, ঐতিহাসিক ও রেকর্ড গড়বে অংশগ্রহণে।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “শিক্ষকদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। সবাই জাতীয়করণের প্রশ্নে একমত। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা বারবার ধৈর্য ধরেছি, কিন্তু এখন সময় এসেছে রাজপথে নামার। ১৩ আগস্টের সমাবেশ অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।”

তিনি আরও জানান, সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকরা যেন নিরাপদে ও শৃঙ্খলার সঙ্গে কর্মসূচি পালন করতে পারেন, সেজন্য ৩০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। এছাড়াও, প্রতিটি বিভাগে আটজন করে সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে, যারা জেলা পর্যায়ে প্রস্তুতি তদারকি করছেন।

পুরনো প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি২০১৮ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ২০ দিনের অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে শিক্ষকরা সরকারের কাছ থেকে বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি আদায় করেন। তখন শিক্ষা জাতীয়করণের কথাও বলেছিল সরকার। কিন্তু আজও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

২০২৪-২৫ অর্থবছরে অন্তর্বর্তী সরকারের শিক্ষাবিষয়ক উপদেষ্টা উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়ানো, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা দেন। এমনকি ‘শ্রান্তি বিনোদন ভাতা’ প্রবর্তনের কথাও বলা হয়। কিন্তু ২০২৫-২৬ অর্থবছর শুরু হয়ে গেলেও এখনো এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়নি।

দাবিগুলো বাস্তবায়ন না হলে ক্লাস বর্জনের হুঁশিয়ারিজোটের নেতারা জানান, ১৩ আগস্টের সমাবেশ থেকে দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে যদি কোনো আশ্বাস বা পদক্ষেপ না আসে, তবে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। সেই কর্মসূচির অংশ হতে পারে ক্লাস বর্জন ও লাগাতার আন্দোলন।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “শিক্ষা আমাদের অধিকার, আমরা শিক্ষক হয়েছি জাতি গড়ার জন্য, ভিক্ষা চাওয়ার জন্য নয়। সরকারকে শিক্ষকদের ন্যায্য প্রাপ্য মেনে নিতে হবে। না হলে এবার রাজপথ থেকে ঘরে ফেরা হবে না।”

সারাদেশে শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়াঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টারিং, লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। শিক্ষকদের দাবি—সরকারি শিক্ষক ও এমপিওভুক্ত শিক্ষকের মাঝে আর কোনো বৈষম্য থাকবে না। সবাই একই সুযোগ-সুবিধা পাবেন, সেটাই এই আন্দোলনের মূল চেতনা।

তাই জাতীয়করণের দাবিতে আগামী ১৩ আগস্ট ঢাকায় সমবেত হচ্ছেন দেশজুড়ে থাকা শিক্ষকেরা। সমাবেশ হবে রাজধানীর কেন্দ্রীয় কোনো গুরুত্বপূর্ণ স্থানে। শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই ঐক্যবদ্ধ কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *