এবার পাকিস্তানের দাবি, ৫০ ভারতীয় সেনা নি/হ/ত

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ঘিরে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সীমান্তে তাদের সশস্ত্র বাহিনীর গুলিতে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া ভাষণে তিনি এই তথ্য জানান। পাকিস্তানের এই দাবি আল-জাজিরা ও দ্য ডন পত্রিকায়ও প্রকাশিত হয়েছে।

ভারত এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এর আগে ২২ এপ্রিল পেহেলগামে এক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল দিল্লি। এরপর দু’দেশের মধ্যে টানা দুই সপ্তাহ ধরে উত্তেজনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় ৬ মে মধ্যরাতে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মিরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। দিল্লির দাবি, এতে কমপক্ষে ১০০ জন নিহত হয়।

জবাবে সীমান্তজুড়ে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। এতে আরও ১৬ জন ভারতীয় নাগরিক নিহত হয় বলে দাবি করেছে ইসলামাবাদ। এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ভারতের হামলায় ঝরা প্রতি ফোঁটা রক্তের চরম মূল্য দিতে হবে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান এখনও কাশ্মীরে হামলার কোনো সুস্পষ্ট প্রমাণ দিতে না পারলেও ভারতের পাল্টা হামলা উত্তেজনাকে ভয়াবহ রূপ দিয়েছে। দু’দেশই পরমাণু শক্তিধর হওয়ায়, পরিস্থিতি আরও খারাপ হলে তা যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *