
করদাতাদের সুবিধার্থে আগামী ২৭ জুন (শুক্রবার) ও ২৮ জুন (শনিবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনসহ সব পর্যায়ের অফিস খোলা থাকবে। ওই দুই দিনও যথারীতি সব নাগরিককে সেবা প্রদান করা হবে।
সোমবার (২৩ জুন) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএসসিসি।
বিজ্ঞপ্তিতে করদাতা ও দোকান মালিকদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পৌরকর ও দোকানভাড়া পরিশোধে বিশেষ সুযোগ ঘোষণা করা করেছে। যারা এখনো কর বা দোকানভাড়া পরিশোধ করেননি, তারা ১৫ শতাংশ সারচার্জ (জরিমানা) ছাড়া আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে পারবেন।
রাজস্ব পরিশোধ সংক্রান্ত যেকোনো বিষয়ে সহায়তার জন্য উপকর কর্মকর্তা সৈয়দ তানভীন হাসানের (০১৮৩০৫৬২৩১৫) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।