হাদিকে কে গু/লি করছে, যা বললেন পিনাকী

হাদিকে লক্ষ্য করে ‍গুলি করার ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, হাদিকে গুলি করার যে ফুটেজ প্রকাশিত হয়েছে, তা বহুবার দেখে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ মূল্যায়নে উপনীত হয়েছেন।

পিনাকী লেখেন, “আমি নির্ভুল নিশানায় পিস্তলের গুলি চালাতে পারি। যারা আমাকে গুলশান শুটিং ক্লাবে প্র্যাক্টিস করতে দেখেছেন, তারা জানেন আমার নিশানা কতটা নিখুঁত।”

তিনি জানান, দিনের পর দিন অনুশীলনের মাধ্যমে তিনি এই দক্ষতা অর্জন করেছেন। কত দিন ধরে এবং কত শত রাউন্ড গুলি ছুড়ে তিনি প্র্যাক্টিস করেছেন—তার হিসাবও পুলিশের কাছে থাকার কথা বলেও উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, তার প্রশিক্ষক জানেন যে তার হাতে নিশানা প্রো-লেভেলের। সেই জায়গা থেকে যুক্তি তুলে ধরে পিনাকী বলেন, “সে আমি চলন্ত মোটরসাইকেলের পিছনে চড়ে চলমান একজনের মাথায় নির্ভুল নিশানায় গুলি করতে পারবো না। এইটার জন্য সুপার ডুপার প্রফেশনাল লাগে। সাধারণ গুন্ডার কাজ হইতে পারেনা।”

সবশেষে পিনাকী লেখেন, “তাহলে বুঝে নেন, কে হাদিকে গুলি করেছে।”
পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *