জনসমুদ্র, যত দূর চোখ যায় লোকে লোকারণ্য, রাজসিক সংবর্ধনা তামিম-মুশফিকদের

বরিশালের বেলস পার্কে জনসমুদ্র। যত দূর চোখ যায়, শুধু লোকে লোকারণ্য। বিপিএলের টানা দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটারদের বরণে যেন স্থানীয় ক্রিকেটপ্রেমীদের ঢল নামল বেল পার্কে।

‘ভালোবাসার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হবে।’ সমর্থকদের সঙ্গে সেলফি তুলে এভাবেই ফেসবুকে পোস্ট করেন বরিশালের হয়ে বিপিএল মাতানো মুশফিকুর রহিম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একটা দলের সমর্থকদের এমন সরব উপস্থিতি যেন টুর্নামেন্টেরই বড় বিজ্ঞাপন হয়ে থাকল।

এর আগে ঢাকা, সিলেট কিংবা চট্টগ্রাম যে ভেন্যুতেই বরিশালের খেলা হয়েছে স্থানীয় সমর্থকদের উপস্থিতির কমতি ছিল না। বিপিএল ফাইনাল দেখতে বরিশাল থেকেও অনেকে ঢাকায় চলে এসেছিলেন। এবার ঘরের মাটিতে বরণেও দৃষ্টান্ত দেখালেন স্থানীয়রা।

গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও, এবার জিততে পারলে ট্রফি-ট্যুরের ঘোষণা আগেভাগেই দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এবার নিজের বলা সেই কথাই রাখলেন বরিশাল অধিনায়ক। দুই আসরের দুই ট্রফি নিয়ে আজ (রোববার) দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা। এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটারকেই দেখা গিয়েছে।

বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান। আগে থেকে নির্ধারিত বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ভক্তরা তাদের কাছে থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পান।

বরিশালে চ্যাম্পিয়নদের আগমন ঘিরে একটি কনসার্টের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আজই ঢাকায় ফিরবেন তামিমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *