পাকিস্তানের পারফরম্যান্স দেখে জেলে বসেই ক্ষুব্ধ ইমরান খান

রাজনীতির খেলায় আটকে জেলে বন্দী জীবন পার করছেন, তাতে কী! মনে-প্রাণে ইমরান খান এখন পর্যন্ত তো সেই ক্রিকেটেরই মানুষ। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জেলে বসেও খোঁজ নিয়েছেন ক্রিকেটের।

টিভিসেটের সামনে বসেই দেখেছেন ভারত-পাকিস্তানের ম্যাচ। যেখানে ভারতের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। আর সেটা দেখে ক্ষুব্ধ ইমরান খান। জেল থেকেই বার্তা দিয়েছেন ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া অধিনায়ক।

সেটা জেলগেটে এসে প্রকাশ করেছেন তার বোন আলিমা খান। ইমরান খানকে উদ্ধৃত করে আলিমা সাংবাদিকদের বলেন, ‘পছন্দসই ব্যক্তিদের যখন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হয়, তখন পাকিস্তানে ক্রিকেট ধ্বংস হবে।’

২৯ বছর পর পাকিস্তানে বসছে আইসিসির কোনো স্বীকৃত টুর্নামেন্ট। তবে সেখানে শেষ চারেও জায়গা করে নিতে পারেনি দলটি। করাচিতে  উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর দুবাইয়ে ভারতের কাছে হার ৬ উইকেটে। টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশের পরাজয় তাদের স্বপ্ন শেষ করে দিয়েছে।

পাকিস্তান ক্রিকেটের এমন পরিণতিতে বেশ হতাশ ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রী জেলে বসেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দেখেছেন উল্লেখ করে তার বোন বলেন, ‘ভারতের বিপক্ষে হারতে দেখে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন।

তিনি আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ।’
উল্লেখ্য, পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *