ব্রেকিং নিউজঃ স্বর্ণের সঙ্গে বাড়ছে রুপার দামও

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়লেও গত একমাসে কমেছে প্লাটিনামের দাম। বর্তমানে বেশিরভাগ মূল্যবান ধাতুর দাম বৃদ্ধির কারণ হিসেবে মার্কিন প্রশাসনের অস্থিতিশীল শুল্কনীতিকে দায়ী করছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা।

দিন দিন আরও মূল্যবান হয়ে উঠছে স্বর্ণ। বর্তমানে বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স বিক্রি হচ্ছে ৩০২১ ডলারে। গত এক মাসে যা দাম বেড়েছে ২.৩১ শতাংশ। এক বছরে সর্বনিম্ন ২১৬৪ ও সর্বোচ্চ ৩০৬৫ ডলারে বেচাকেনা হয়েছে প্রতি আউন্স স্বর্ণ।

স্বর্ণের সঙ্গে দাম বাড়ছে রুপারও। এক মাসে এই ধাতুর দাম বেড়ে বর্তমানে ৩৩.৪৯ ডলারে প্রতি ট্রয় আউন্স রুপা বিক্রি হচ্ছে বিশ্ববাজারে।
 এছাড়া গত একমাসে কপারের দাম প্রায় ১১ শতাংশ বেড়ে বর্তমানে প্রতি ট্রয় আউন্স বিক্রি হচ্ছে ৫.১১ ডলারে।

তবে খানিকটা কমেছে প্লাটিনামের দাম। এক মাসে দশমিক ৩৫ শতাংশ কমে বর্তমানে প্রতি ট্রয় আউন্স বিক্রি হচ্ছে ৯৭৮.৪০ ডলারে। গত এক বছরে এই ধাতুর দাম ওঠানামা করেছে ৯০০ থেকে ১১১৬ ডলারের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *