ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা সুপারকোর

শেষ হতে চলেছে পবিত্র রমজান। রহমত ও মাগফিরাত পেরিয়ে নাজাতের দশকে পবিত্র রমজান। চারদিকে এখন রোজা ২৯ নাকি ৩০ তা নিয়ে চলছে নানা আলোচনাও। এরইমধ্যে ইদুল ফিতরের সম্ভাব্য সময় জানিয়েছে স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)।
বুধবার সংস্থাটি জানিয়েছে, এ বছর ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুপারকো জানিয়েছে, ২০২৫ সালের ঈদুল ফিতর ৩১ মার্চ হতে পারে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, বৈজ্ঞানিক পরামিতি অনুযায়ী, ৩০ মার্চ ২০২৫ তারিখে পাকিস্তানে চাঁদ দেখার সম্ভাবনা খুবই বেশি। ফলে রমজান মাস ২৯ দিনে পূর্ণ হবে এবং ঈদুল ফিতরের প্রথম দিন ৩১ মার্চ ২০২৫ তারিখে উদযাপিত হতে পারে।

এতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের ক্ষেত্রে ২৯ মার্চ ২০২৫ তারিখে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব। কারণ মক্কায় সূর্যাস্তের সময় চাঁদের বয়স প্রায় পাঁচ ঘণ্টা হবে। এই পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ ২০২৫ তারিখে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাবে এবং তারা ৩১ মার্চ ২০২৫ ঈদ উদযাপন করবে।

এর আগে, পাকিস্তান সরকার ঈদুল ফিতরের জন্য ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিন দিন ছুটির ঘোষণা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির পাশাপাশি আঞ্চলিক কমিটি ৩০ মার্চ (রোববার) সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার জন্য বৈঠক করবে, যা রমজানের সম্ভাব্য শেষ দিন হিসেবে চিহ্নিত হবে।

এদিকে পাকিস্তান আবহাওয়া দপ্তর ৭ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ৩০ মার্চ ২০২৫ তারিখে শাওয়াল ১৪৪৬ হিজরি সালের নতুন চাঁদ দেখার ভালো সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *