মিনহাজ এক ভয়ঙ্কর বহুরূপী, হাসিনা যার কাছে ফোন করে ৩০ মিনিট কেঁদেছিলেন!

আশরাফুজ্জামান মিনহাজ, আওয়ামী লীগসহ হাসিনার গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। হাসিনা পালানোর আগে যার কাছে ফোন করে ৩০ মিনিট ধরে কেঁদেছিলেন। আবার তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরও উপদেষ্টা। এমনকি বিএনপির আগত সেন্ট্রাল কমিটিতে জায়গা করে দিতে তদবির করবেন তারেক রহমানের কাছে তাও আবার বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জন্য। ভাবা যায় এসব? একসাথে কতশত রূপ তার। আবার মার্কিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও রয়েছে তার বেশ সখ্যতা। বাংলাদেশ নিয়ে করা ট্রাম্পের টুইটের কথাগুলো নাকি লিখে দেন মিনহাজ নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ডিজিটাল প্রতারক মিনহাজের বেশ কিছু কলরেকর্ড। যেখানে শোনা যায় কখনো তিনি তারেক রহমানের উপদেষ্টা পরিচয় দিচ্ছেন নিজেকে কখনো আবার নিজেকে জাহির করছেন ফ্যাসিস্ট হাসিনার খুব কাছের মানুষ হিসেবে।  হাসিনা পালানোর আগে নাকি তাকে ফোন দিয়েছিলেন আর কেঁদেছিলেন পুরো ৩০ মিনিট জুড়ে। শুধু কি তাই? তার ফাঁস হওয়া কল রেকর্ডে শোনা যায় বেশ কিছু বিস্ফোরক মন্তব্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জড়িয়েও এসময় কথা বলেন তিনি।

এই প্রতারকের ভাষ্যমতে, হাসিনা ৫ আগষ্ট পালাননি তিনি পালিয়েছেন আরও আগে আর সেনাপ্রধান নাকি জানতেন না হাসিনা কখন পালিয়েছেন। হাসিনাকে নাকি তিনি জেনারেল ওয়াকার উজ জামানকে আর্মি চিফ করার কথা নিষেধ করেছিলেন। হাসিনা পালানোর পর সেনাপ্রধান তাকে অনেকবার ফোনও করেছেন। কিন্তু তিনি তার ফোন রিসিভ করেননি, এই প্রতারক তার ভাইরাল হওয়া কলরেকর্ডে এমনটিই বলেন অপর প্রান্তে থাকে ব্যক্তিকে। এমনকি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে নাকি হাসিনা কুকুরের সাথে তুলনা করেও কথা বলেছেন তার সাথে, এমনটিই দাবি এই প্রতারকের।

শুধু এসবই নয় দুর্নীতি দমন কমিশনের অভিযোগে জানা যায়, এই প্রতারক কাজের সুবিধার্থে এক এক সময় এক এক নারীকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়ে থাকেন। বর্তমানে সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তাহমিনা আক্তার তিন্নি নামের দুই নারীকে নিজের স্ত্রী পরিচয় দিচ্ছেন। এর আগেও বেশ কয়েকজন নারীকে নিজের স্ত্রী পরিচয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে আবার তার পরিচয় দেওয়া বর্তমান স্ত্রী জিনিয়া জিন্নাতও তার বাবার ভূয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএস ক্যাডার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া যায়।

রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী মামলায় ইতিমধ্যে শরীয়তপুরের নড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে ডিজিটাল প্রতারক মিনহাজকে। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রতারণা করায় মিনহাজের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার মো. ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে মামলাটি করেন।

এর আগে, গত ২৫ মার্চ  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা এই ডিজিটাল প্রতারক সম্পর্কে বলা হয়, আশরাফুজ্জামান মিনহাজ একজন প্রতারক ও ধান্দাবাজ। বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অপকর্ম করে বেড়ানোই তার মূল পেশা। এ অবস্থায় আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *