একযোগে ১১ ওসির বদলি

বরিশাল জেলায় ১১ পুলিশ পরিদর্শককে (ওসি) বদলি করা হয়েছে। মঙ্গলবার বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ওসি ও ওসি তদন্ত, হিজলা, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ, জেলা ডিবি, বিভাগীয় পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, জেলা সার্কেল অফিস ও সদর কোর্টে মোট ১১ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি ও পদায়নকৃত পুলিশ পরিদর্শকদের আগামী ৪ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। একসঙ্গে জেলা পুলিশের এগারো ওসি বদলিতে আলোচনার সৃষ্টি হলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়মমাফিক বদলি হিসেবেই দেখছেন।

বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, পুলিশের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। ১১ জন ওসি বদলিও তারই একটি অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *