বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধ/র্ষণ ছাত্রদল নেতার

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশ ডেকে বন্ধুকে আটকে হোটেল কক্ষে ঢুকে তার হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকা থেকে ফয়সাল আহমেদ দুর্জয় (২৪) নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ফয়সাল আহমেদ দুর্জয় দূর্গাপুর উপজেলার চন্ডিগর গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তবে ঘটনার পর ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই কলেজছাত্রী দুর্গাপুর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, সম্প্রতি এক কলেজছাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে এবং দুর্জয় তার হবু স্বামীর বন্ধু। সেভাবেই তিনি দুর্জয়কে চিনতেন। গত সোমবার ওই কলেজছাত্রী তার হবু স্বামীর সঙ্গে বিরিশিরি বেড়াতে যান এবং দুর্জয়ের পরামর্শে একটি হোটেলে ওঠেন। মঙ্গলবার দুপুরে তার হবু স্বামী দোকানে গেলে সে সময় দুর্জয় হোটেলের কক্ষে আসেন এবং তাকে ধর্ষণ করেন।

পুলিশ জানায়, হোটেল কক্ষ থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার এবং ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে দুর্জয় পুলিশকে জানিয়েছিলেন তার বন্ধু নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং পুলিশ যেন তাকে আটক করে।

আটক হওয়ার পর ওই কলেজছাত্র পুলিশকে জানান, তার হবু স্ত্রী হোটেল কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পরে পুলিশ তাকে নিয়েই হোটেলের কক্ষে অভিযান চালায়। সেসময় হোটেল কক্ষের ভেতর থেকে ওই কলেজছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এ সময় ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করা হয়।

ওসি মাহমুদুল হাসান বলেন, আজ বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। মেয়েটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। আর ওই ছাত্রকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।।

এদিকে ধর্ষণের অভিযোগ ওঠায় ফয়সাল আহমেদ দুর্জয়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। নেত্রকোণা জেলা ছাত্রদলের সহসভাপতি শামছুল হুদা শামীম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলাপরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *