এক ডগায় ২০ লাউ, এলাকায় চাঞ্চল্য

এক ডগায় ২ থেকে ৩টি লাউ ধরলেই অস্বাভাবিক হিসেবে ধরা হয়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এক ডগায় ২০টি লাউ ধরার মতো ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নে।

বুধবার (৩০ এপ্রিল) সরেজমিনে দিঘলকান্দির কালিয়া গ্রামের শাহানুর খান ও রেনু বেগম দম্পতির বাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ দৃশ্য দেখতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের কয়েক গ্রামের মানুষ।

শাহানুর-রেনু দম্পতি বলেন, সবজির চাহিদা মোটানোর জন্য তারা বাড়িতে কয়েকটি লাউ গাছ লাগান। এরইমধ্যে গাছগুলোতে অনেকগুলো লাউ স্বাভাবিকভাবেই ধরেছে। লাউগুলো তারা খেয়েছেন ও বিক্রি করেছেন। এরইমধ্যে একটি লাউয়ের গাছে হঠাৎ একটি গিঁট (গাছের শাখার সংযোগ স্থল) থেকে অসংখ্য লাউয়ের ফুল বের হতে থাকে এবং কচি লাউ আসা শুরু করে। ওই ডগা বা গিটে এক এক করে ২০টি লাউ ধরেছে, যা দেখতে একটি থোকার মতো মনে হয়।

প্রতিবেশীরা বলছেন, লাউ গাছের একটি ডগায় একসঙ্গে এতগুলো লাউ ধরার দৃশ্য কোনোদিন দেখেননি তারা। জীবনের এ প্রথম একটি ডগায় ২০টি লাউ ধরতে দেখেছেন অনেকে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, এক ডগায় অসংখ্য লাউ ধরা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। জেনেটিক্যালসহ নানা কারণে এ রকম ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *