যে কারণে ৬৯০ টাকায় এলপি গ্যাস পাচ্ছে না সাধারণ মানুষ

চট্টগ্রামের রাহেলা বেগম প্রতিদিন রান্নার জন্য কাঠ সংগ্রহ করেন। অথচ তিনি জানতেনই না, সরকার প্রতি মাসে মাত্র ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস সরবরাহ করছে। শুধু রাহেলা নন—তার মতো অসংখ্য সাধারণ মানুষই এই সুবিধা থেকে বঞ্চিত, কারণ সরকারের এই গ্যাস তাদের হাতে পৌঁছায় না। অনুসন্ধানে উঠে এসেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের কথা, যারা এই গ্যাসের জোগান নিয়ন্ত্রণ করছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রতিবছর গড়ে ১২ লাখ বোতল এলপি গ্যাস সরবরাহ করে। অথচ, এই গ্যাসের বড় একটি অংশ সাধারণ মানুষের কাছে না গিয়ে চলে যাচ্ছে ব্যবসায়িক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। ডিলার, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের প্রভাবশালী ব্যক্তিরা এই সিন্ডিকেটে যুক্ত বলে অভিযোগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সিন্ডিকেট প্রতি বছর জনগণের প্রাপ্য থেকে প্রায় ৭০–৮০ কোটি টাকা আত্মসাৎ করছে। ফলে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো কাঠ কিনে রান্না করতে বাধ্য হচ্ছে, যার জন্য তাদের মাসে গড়ে ২৮০০–৩০০০ টাকা পর্যন্ত খরচ হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রকৃত গ্যাস ব্যবহারকারীদের কোনো তালিকা নেই, সরবরাহ চেইনে নজরদারির অভাব রয়েছে। এর ফলে সাশ্রয়ী দামে গ্যাস কেনার সরকারি উদ্যোগও প্রহসনে পরিণত হয়েছে।

এ অবস্থায় সরকারের প্রতি সাধারণ মানুষের দাবি—সিন্ডিকেট ভেঙে দিয়ে গ্যাস সরবরাহে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। নয়তো রাহেলা বেগমদের মতো মানুষজনের দৈনন্দিন সংগ্রাম আরো কঠিন হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *