নিজের সন্তানকে নদীতে ফেলে দিলো নি/ষ্ঠুর মা

বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার দওপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায় আড়িয়াল খাঁ সেতুর ওপর এ ঘটনা ঘটে।

ওই নারীর নাম রিজিয়া বেগম (৪৫)। তার স্বামী মৃত আজগর হাওলাদার। নদীতে ফেলে দেওয়া ছেলে ছে‌লের নাম নাসির উদ্দিন (১৫)। না‌সির জন্ম থেকেই প্রতিবন্ধী।

প্রতিবন্ধী না‌সির হাওলাদার নিঁ‌খোজ আছে। তা‌কে উদ্ধারে কাজ কর‌ছে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের টিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই বিশ্রা‌মের কথা ব‌লে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে সেতুর রেলিংয়ের ওপর বসে ছিলেন। সন্ধ্যায় মানু‌ষের চলাচল কমে গেলে তার প্রতিবন্ধী ছেলেকে নদীতে ফেলে দেন। পরে স্থানীয়রা ওই নারীকে ধরে ফেলেন।
Ezoic

ঘটনার প্রত্যক্ষদর্শী আইসক্রিম বিক্রেতা নূর আলম বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানালে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরান ও শিল্পী’র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিজিয়া বেগম ও তার মেয়েকে হেফাজতে নেয়।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন,‘ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান কর‌ছে। নিখোঁজ না‌সি‌রের মাকে পু‌লিশ হেফাজ‌তে রাখা হ‌য়ে‌ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *