যে মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় মা/রা যাবে ২ লক্ষেরও অধিক মানুষ!

নগরবাসীকে টাইম বোমার ওপর বসিয়ে ভয়ঙ্কর উন্নয়ন দেখানো হয়েছে, এমন মন্তব্য করেছেন ভূ-প্রযুক্তিগত ভূমিকম্প প্রকৌশল ও বিশেষজ্ঞ স্থপতি এবং নগরবীদ মো. ইকবাল হাবিব। তিনি রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ভূমিকম্পের ঝুঁকি এবং করণীয় বিষয়ে এক জনসচেতনতামূলক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি জানান, ঢাকা শহরে ৯.৭ মাত্রার ভূমিকম্প হলে দুই লাখেরও বেশি মানুষ মারা যেতে পারে। ঢাকা শহরের ১৩ শতাংশ এলাকায় কোনো ভবন নির্মাণ করা যাবে না, যদি করা হয় তবে তা ভেঙে পড়বে। এ বিষয়ে সরকারকে গুরুত্বসহকারে পদক্ষেপ গ্রহণের জন্য তিনি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *