
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশত্যাগে যারা সহযোগিতা করছেন তাদের শুধুমাত্র পদত্যাগ না, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, যদি না আনতে পারি তাহলে আমি চলে যাব।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আইশৃংখলা কমিটির সভা শেষে আন্দোনরকারী শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আপনারা যে পরিস্থিতিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই পরিস্থিতি থেকে এখন পর্যন্ত অনেক উন্নতি হয়েছে।
এ সময় জুলাই আন্দোনরকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের দিনাজপুরের প্রতিনিধি একরামুল হক আবির, রেজাউল ইসলাম প্রমুখ।