রাতেই ৮০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রাতের মধ্যেই ঢাকাসহ ১০ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

সাতক্ষীরা উপকূল থেকে আরও অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে স্থল গভীর নিম্নচাপ। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। এই অবস্থায় রাতের মধ্যেই ঢাকাসহ ১০ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

শুক্রবার (৩০ মে) রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে এই ১০ জেলা ছাড়াও দেশের অন্যত্র ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, শুক্রবার রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দেশের সর্বোচ্চ ২২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে বান্দরবানে ২২২ মিলিমিটার ছাড়াও সিলেটে ১৯৪, রাঙামাটিতে ১৭১, কুমিল্লায় ১৬৮, কক্সবাজারে ১৬৭, চট্টগ্রামের সন্দ্বীপে ১৪৩, নোয়াখালীর মাইজদীকোর্টে ১৪১, সীতাকুণ্ডে ১৩৪, ঢাকায় ১২৭ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *