এইমাত্র পাওয়াঃ মা/রা গেলেন জনপ্রিয় অভিনেত্রী 

হলিউডের প্রখ্যাত অভিনেত্রী লরেটা জেন সুইট আর নেই। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসভবনে শুক্রবার (৩০ মে)  তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রীর প্রতিনিধি হারলান বোল জানিয়েছেন, বার্ধক্যজনিত স্বাভাবিক কারণেই তিনি মারা গেছেন, তবে চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি।

বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া টেলিভিশন সিরিজ ‘এমএএসএইচ’-এর মেজর মার্গারেট ‘হট লিপস’ হুলিহান চরিত্রে অসাধারণ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন লরেটা সুইট। এই সিরিজে অভিনয়ের জন্য দুইবার এমি অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। ১১ মৌসুমের এই সিরিজে তিনি ছিলেন অন্যতম অভিনেত্রী, যিনি প্রায় প্রতিটি পর্বেই উপস্থিত ছিলেন।

লরেটার জন্ম নিউ জার্সিতে। পুরো নাম ছিল লরেটা জেন সুইড। পরে নিউইয়র্ক সিটিতে অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করেন। টিভি ক্যারিয়ার শুরু হয় ১৯৬৯ সালে অতিথি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তবে বিশ্বজুড়ে আলোচনায় আসেন ‘এমএএসএইচ’ সিরিজে অভিনয়ের সুবাদে।
টিভি সিরিজ ছাড়াও সুইট অভিনয় করেছেন বহু মঞ্চনাটকে। চারবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন চিত্রশিল্পী ও প্রাণী অধিকার কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *