তরুণদের ক্ষমতার মোহ থেকে সরে আসতে হবে: রিজওয়ানা

নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার মোহ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৩১ মে) সকালে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ‘ম্যানিফেস্টো টক: ইয়ুথ, এনভাইরনমেন্ট অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক সংলাপে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন কোনো আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ থেকে সরে আসতে হবে।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনে আসতে থাকে। তাই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থে তরুণদের কাজ করতে হবে।’

সংলাপে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘রাজনৈতিক ছত্রছায়ায় গত ২০ বছরে দূষণের মাত্রা ছাড়িয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অসাধ্য ছিল।’ অনিয়মের বিরুদ্ধে কথা বললে বাধা দেওয়ার অভিযোগ করে তিনি বেলন, ‘এমনকি তুলেও নিয়ে যাওয়া হতো। আমার বিরুদ্ধে চলমান ক্যাম্পেইনও তারই ধারাবাহিকতা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *