
নওগাঁর নিয়ামতপুরে ট্রাক্টরচাপায় রহিমুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের কোঁচপাড়া-মানপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমুল ইসলাম (৫৫) উপজেলার রসুলপুর ইউনিয়নের মানপুর গ্রামের মৃত নেজাম উদ্দীনের ছেলে। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পানিহারা এলাকা থেকে ধানবোঝাই একটি ট্রাক্টর নওগাঁয় যাচ্ছিল। অন্যদিকে পোরশা উপজেলার মুর্শিদপুর গরুর হাটে গরু কিনতে মোটরসাইকেলে যাচ্ছিলেন বাবা ও ছেলে। কোঁচপাড়া-মানপুর আঞ্চলিক সড়কের মোড়ে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। অপরদিক থেকে ছেড়ে আসা ধানবোঝাই ট্রাক্টর রহিমুল ইসলামের শরীরের ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সূত্র জানায়, মোটরসাইকেলচালক ছেলে দেলোয়ার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ওসি হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ধানবোঝাই ট্রাক্টর জব্দ করেছি।