শহিদ আবু সাঈদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহিদ আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সাহাল ইবনে ইসলাম জয় ও ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি তামির অশালীন ও করুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভটি সংগঠিত হয়।এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশগ্রহণ করে।
বিক্ষোভে অংশগ্রহন করা এমআইএস বিভাগের শিক্ষার্থী সাকিব বলেন, ১৬জুলাই আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হয়। আর ছাত্রদলের নেতা ওয়াসি তামি শহীদ আবু সাইদ কে শিবির ট্যাগ দিয়েছে।আমরা বলতে চাই আবু সাইদ কোনো দলের নই,আবু সাইদ সারাবিশ্বের।আবু সাইদ আমাদের গর্ব।আমরা আর কোনো ট্যাগিংয়ের রাজনীতি আর চাই না।

এ বিষয়ে এআইএআই বিভাগের শিক্ষার্থী আলভীর বলেন,আবু সাঈদরা এ পৃথিবীতে শতবর্ষে একবার আসে।যিনি আমাদের আওয়ামী অপশাসনের ক্রোড়াল গ্রাস থেকে এদেশের মানুষ কে মুক্তির পথ দেখিয়েছে।তিনি আমাদের জাতীয় বীর। তাকে এই ভাবে ট্যাগিংয়ে দায় চাপিয়ে দেওয়া মানে শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা।তাই আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই এবং ছাত্রদল থেকে ওয়াসি তামির বহিষ্কার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *