
গত কয়েকদিন ধরেই তথ্য উপদেষ্টা নাহিদের পদত্যাগের খবর নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। নাহিদ বলেন, নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত নয়, এ সপ্তাহের শেষদিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তবে রাজনৈতিক দলে যোগ দিলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেবো।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।
পদত্যাগ করছেন কি না, করলেও নতুন কোন দলে যাবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, এই সব প্রশ্নের উত্তর হয়তো সপ্তাহের শেষে দিকে জানানো যাবে।
তিনি বলেন, আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে মিডিয়াতে অনুমানভিত্তিক তথ্য ছড়ানো হচ্ছে। যা ঠিক নয়। তবে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।
এসময় নাহিদ ইসলাম আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে আগুনের কারণে বার বার মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার পুরে যাচ্ছে। এটা পরিকল্পিত, যা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অন লাইন প্লাটফর্মে গুজব ছড়ানো হচ্ছে। যা রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
নাহিদ জানান, জেলা প্রশাসকরা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছেন। তার মধ্যে রাজধানীসহ সারাদেশে নগর, মহানগর, মফস্বলে সাংবাদিকরা বিভিন্ন ভাগে বিভক্ত। এজন্য আমরা প্রায়ই বিব্রত হই। জেলা প্রশাসকরা প্রস্তাব করেছেন, সংস্কার কমিশন সারাদেশে সাংবাদিকদের একত্রিত করতে কোনো উদ্যোগ নেওয়া যায় কি না।