‘আমি ইহুদি জনগণের অধিকারে বিশ্বাসী’: জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে নিজেকে ‘ইহুদিবাদী’ বা ‘জায়োনিস্ট’ ঘোষণা করেছেন। তিনি বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ইহুদি-বিদ্বেষীতা মোকাবিলা ফোরামে এক বক্তৃতায় বলেন, ‘ইহুদিবাদী’ শব্দটির মানে হলো ‘ইহুদি জনগণের অধিকারে বিশ্বাসী’। তিনি আরও বলেন, ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষের প্রতি সাধারণ উদাসীনতা বা এমনকি যুক্তিসঙ্গতীকরণ স্বাভাবিক নয়।

ট্রুডো দাবি করেন, ‘জায়োনিস্ট’ শব্দটি ক্রমবর্ধমানভাবে নিন্দনীয় হিসেবে প্রচারিত হচ্ছে, তবে এর আসল অর্থ হলো—ইহুদি জনগণের, সকল মানুষের মতো, তাদের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকার থাকা। এরপরই তিনি নিজেকে ‘জায়োনিস্ট’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন, “কানাডার কারোরই নিজেকে ‘জায়োনিস্ট’ বলতে ভয় পাওয়া উচিত নয়। আমি একজন ‘জায়োনিস্ট’।”

এভাবে, ট্রুডো তাঁর বক্তৃতায় ইহুদি জনগণের অধিকারের প্রতি নিজের সমর্থন ঘোষণা করেন এবং এর প্রতি বর্ধিত সহানুভূতির গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *