পাকিস্তান সফরে যেতে অনাগ্রহী বাংলাদেশের ক্রিকেটাররা

গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে দুই সপ্তাহ ধরে চরম উত্তেজনা চলতে থাকে। এরমধ্যেই গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। যে কারণে দুই দেশের মধ্যে যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে। যার ফলে বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মাঝে পাকিস্তান সফরে যেতে অনাগ্রহ তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে।

পাকিস্তান সিরিজে বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে লাহোর ও ফয়সালাবাদে। এই দুই ভেন্যুই আবার সীমান্তের খুব কাছাকাছি। এতে ক্রিকেটাররা পাকিস্তান সফরে যেতে ভয় পাচ্ছেন। দেশের একটি ইংরেজি পত্রিকাকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেছেন, ‘স্বাভাবিকভাবেই আমাদের পরিবার দুশ্চিন্তা করছে। ওদের কথাও তো আমাদের ভাবতে হবে।’

চলতি মাসেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। এর আগে দুটি টি-টোয়েন্টি খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। এক ক্রিকেটার প্রস্তাব করেন, আরব আমিরাতেই পাকিস্তান সিরিজ আয়োজন করা যায় কি না। পাকিস্তানে যখন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল, তখন পাকিস্তানের হোম সিরিজগুলো আরব আমিরাতেই হতো।

এদিকে পাকিস্তানে দল পাঠানো ঠিক হবে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সুপার লিগ খেলতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন পেসার নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাদের নিরাপত্তার বিষয়টিও বোর্ডকে ভাবাচ্ছে।

বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে নিয়মিত বিসিবির যোগাযোগ রয়েছে, পরিস্থিতি কখন কেমন তার খোঁজখবর রাখা হচ্ছে। এমনকি বিসিবি সভাপতি ফারুক আহমেদ পিএসএলের শীর্ষ এক কর্মকর্তার সাথে নিজে কথা বলেছেন। খোঁজখবর নিয়েছেন রিশাদকে ফোন করেও।

বিসিবি আরও জানান, পিএসএলে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। রিশাদ হোসেন ও নাহিদ রানার সাথে বিসিবি নিয়মিত যোগাযোগ রাখছে।

পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে খেলছেন নাহিদ রানা। সেই দলের কোচ মুশতাক আহমেদ, যিনি বাংলাদেশেরও স্পিন বোলিং কোচ। মুশতাক আহমেদ এই বিষয়ে বলেন, দলের পরিস্থিতি ভালো। দুশ্চিন্তার কিছু নেই।

শুঁটকির বিনিময়ে মিলল ইউরোপা লিগের সেমির টিকিট!
মুশতাক আরও বলেন, ‘আল্লাহর রহমতে সবকিছুই ঠিক আছে। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্রিকেটের দিক থেকে বলব পেশোয়ার জালমিও ভালো আছে। আমরা ভালো ছন্দে আছি। গত দুই ম্যাচে খুব ভালো ক্রিকেট খেলেছি। ছেলেরা এভাবে খেলতে থাকলে ইনশাআল্লাহ আমরা অনেক দূর যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *